প্রাণের মেলায় প্রাণের কবিতা
সাহিত্যের প্রাণ কবিতা আর কবিতার প্রাণ বইমেলা। প্রাণে প্রাণে মিলে জমে উঠেছে অমর একুশে বইমেলা। গল্প-উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ মেলার গুরুত্ব বাড়ালেও কবিতার বইয়েই কদরই আলাদা। ছড়ার আবেদনও কম নয়।
মেলায় অংশ নেয়া প্রতিটি প্রকাশনী থেকে একাধিক কবি-ছড়াকারের কবিতা-ছড়ার বই প্রকাশ পেয়েছে। মেলার শেষ বেলা পর্যন্ত প্রকাশ পাবে আরো কবিতা, ছড়া আর কিশোর উপন্যাসের বই।
এবারেরর মেলায় প্রকাশিত উল্লেখযোগ্য কবিতা, ছড়া আর কিশোর উপন্যাস হলো-
নির্বাচিত ১০০ ছড়া : হাসান হাফিজ, সময় প্রকাশন। ছোট সবুজ মানুষ : ইমদাদুল হক মিলন, অনন্যা। টেলিভিশনে ছোটকাকু : ফরিদুর রেজা সাগর, অনন্যা। হাতে অমৃতকুম্ভ, পান করি বিষ : মহাদেব সাহা, অনন্যা। শান্তি বাড়ি : মুহম্মদ নূরুল হুদা, অনন্যা। কবিতাসমগগ্র : আমিনুল ইসলাম, অনন্যা। এই ছায়াটার নাম দিয়েছি দুরন্ত শৈশব : সাজ্জাদ হুসাইন, ঐতিহ্য। কিশোরসমগ্র ৪র্থ খণ্ড : আলী ইমাম, কাকলী প্রকাশনী। কিশোরসমগ্র ৫ম খণ্ড : আলী ইমাম, কাকলী প্রকাশনী। না জেনে নারায়ণগঞ্জ : ফরিদুর রেজা সাগর, অনন্যা।
ষোল কোটি ভোর : আলম তালুকদার, সময় প্রকাশন। অস্তিত্বের প্রশ্নে কাঁদবে : মিশুক সেলিম, সময় প্রকাশন। ছড়া পড়লে বয়স কমে : আলম তালুকদার, অনন্যা। ছয় ঋতুর ছড়া : অলিয়ার রহমান, অনন্যা। যোগ বিয়োগের ছড়া : ইমরুল কায়েস, অনন্যা। তেলবাজ : মোস্তফা কামাল, অনন্যা। আত্মহত্যাপ্রবণ ক্ষুধাগুলো : রুহুল মাহফুজ জয়, ঐতিহ্য। নিঃসঙ্গ হৃদয়ে বহমান মেঘ : সুপ্রসাদ গোস্বামী, বিদ্যাপ্রকাশ। কেবলই মুজিব : সমীকরণ চক্রবর্তী শংকু, বিদ্যাপ্রকাশ।
এছাড়াও উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে- একুশ তোমায় অঞ্জলী : জয়ন্ত রায়, বিদ্যাপ্রকাশ। টাকডুম টাকডুম : হাসান হাফিজ, সময় প্রকাশন। প্রাচীন বাংলার ছোটদের ছড়া সংগ্রহ : রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর, সময় প্রকাশন। ঠন ঠনাঠন : পাশা মোস্তফা কামাল, বাংলাপ্রকাশ। নির্বাচিত ১০০ কবিতা : শ্যামসুন্দর শিকদার, অনন্যা। নির্বাচিত গীতিকবিতা : হাসানআল আব্দুল্লাহ, অনন্যা। ছোটদের গ্যালিলিও : মোরশেদ শফিউল হাসান, কথাপ্রকাশ। ট্যারা মাখনার নোবেল প্রাইজ : আন্দালিব রাশদী, কথাপ্রকাশ।
সুন্দরবনের গল্প : খন্দকার মাহমুদুল হাসান, কথাপ্রকাশ। রহস্যময় গোয়েন্দা : ইকবাল খন্দকার, কথাপ্রকাশ। অভিশপ্ত স্টেশন : ইকবাল খন্দকার, কথাপ্রকাশ। পৃথিবীর সেরা সমকালীন চার কবির কবিতা সম্পাদনা ও অনুবাদ : আমিনুর রহমান, অ্যাডর্ন পাবলিকেশন। ছায়ারীরী : রুমানা বৈশাখী, বিদ্যাপ্রকাশ। ভূত সাবধান : মশিউর রহমান, বিদ্যাপ্রকাশ।
অন্য জীবন : ভৌতিক কাহিনি : মুহম্মদ জাফর ইকবাল, অনুপম প্রকাশনী। শৈশবে দেখা মুক্তিযুদ্ধের গল্প : মঞ্জুরুল ইসলাম, কাকলী প্রকাশনী। কিশোর রচনা সম্ভার : মানিক বন্দ্যোপাধ্যায়, কাকলী প্রকাশনী। যে দেশে কোনো মানুষ ছিল না: মোকাম্মেল করিম, কাকলী প্রকাশনী। চেতনায় বুদবুদ : তাপস পাল, অনুপম প্রকাশনী। সুবর্ণ দিন, বিষণ্ণ মন : তপন কুমার দেবনাথ, অনুপম প্রকাশনী। পৃথিবী সেরা সমকালীন চার কবির কবিতা : সম্পাদনা ও অনুবাদ : আমিনুর রহমান, অ্যাডর্ন পাবলিকেশন। চোরাবালি : বিষ্ণু দে, বিভাস। অর্কেস্ট্রা : সুধীন্দ্রনাথ দত্ত, বিভাস।
এএসএস/এনএফ/এবিএস