পল্টনে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালককে বকশীবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এএসএস/বিএ