আদর্শ জেলা হবে কিশোরগঞ্জ


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কিশোরগঞ্জবাসী আওয়ামী লীগকে অনেক কিছু দিয়েছে। আমাকে আপনারা বার বার ভোট দিয়ে এখান থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিশোরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছি। তাই দেশের বুকে কিশোরগঞ্জকে সর্বক্ষেত্রে একটি আদর্শ জেলা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান আতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কামরুল হাসান শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, অসীম কুমার উকিল প্রমুখ।

কিশোরগঞ্জের বিভিন্ন আসন থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়ররা উপস্থিত ছিলেন।

পরে অ্যাড. কামরুল হাসান শাহজাহানকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অ্যাড. এম এ আফজলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর দায়িত্ব দেয়া হয়।

এর আগে কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।