উদ্বোধনের অপেক্ষায় সবচেয়ে বড় শহীদ মিনার
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি চলছে ঝিনাইদহে। গতানুগতিক আয়োজন নয় ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একুশের চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। শহরে নতুন করে নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ শেষ হবে শহীদ মিনারটির নির্মাণ কাজ। খোলা মেলা স্থানে মনোরম পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ঝিনাইদহবাসী। 
পুরাতন শহীদ মিনারের সামনে জায়গা কম থাকায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে হিমশিম খেতে হতো সবার। সময়ের দাবিতে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এবার নতুনভাবে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্কের ভিতরে। যে শহীদ মিনারটি হবে খুলনা বিভাগের সবচেয়ে বড় শহীদ মিনার। শহীদ মিনারটির দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৫২ ফুট। নির্মাণাধীন শহীদ মিনারটি দেখতে প্রতি দিন শত শত মানুষ জড়ো হচ্ছে এর সামনে ও বেদিতে । 
ঝিনাইদহ পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু জানান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’ এ গানের রচয়িতা সাবন মাহমুদের মেয়ে শাওন মাহমুদ ঝিনাইদহে নবনির্মিত এ কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করবেন।
মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে সকল স্তরে বাংলাভাষা চালুসহ ৫২’র ভাষা আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে এমনটাই আশা ঝিনাইদহবাসীর।
এসএস/এমএস