মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখনো শেষ হয়নি


প্রকাশিত: ১০:১২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, একাত্তরের জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখনো শেষ হয়নি। জামায়াতে ইসলামী ও মৌলবাদী ইবলিশ শয়তানের চেলারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে।

শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, একাত্তর সালে প্রত্যেক মানুষের হৃৎপিণ্ড একেকটি গ্রেনেডে রূপান্তরিত হয়েছিল। যার ফলে আমরা হানাদার বাহিনীকে মোকাবেলা করতে পেরেছিলাম।

উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, উপজেলা কমান্ডার আব্দুর রাজ্জাক প্রমুখ।

ঈশ্বরদী উপজেলার ১৫০ জন মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে মোট সাত লাখ ৫৩ হাজার টাকা অনুদান দেয়া হয়।
একই মঞ্চে ঈশ্বরদীর সাতটি মসজিদ উন্নয়নের জন্য এক লাখ ৬০ হাজার টাকা ও তিনটি মন্দিরে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।