আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থিত ‘আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে’ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাত ১২টা এক মিনিটে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সাংবাদিক, পুলিশসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী।
দিবসটির প্রথম প্রহরে আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা ক্লাবের উপদেষ্টা ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ কবিরকে সঙ্গে নিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা জানতে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীর বীর শহীদদের।
এদিকে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে আশুলিয়া প্রেস ক্লাব।
আল-মামুন/বিএ