মেহেরপুরে বন্ধুর হাতে বন্ধু খুন
মেহেরপুরের গাংনী উপজেলায় হাসিবুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মিনারুল ইসলাম কালু। শনিবার রাতে উপজেলার ধলা গ্রামে একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের আলাউদ্দীনের মুদি দোকানের সামনে ক্যারামবোর্ড খেলছিলেন হাসিবুল ইসলাম। এ সময় তার বন্ধু কালু একটি ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কয়েক দিন আগে কালুর স্ত্রীকে বাড়িতে একলা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে হাসিবুল। এর প্রতিশোধ নিতে হাসিবুলকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়ার পাশাপাশি কালুকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
আতিকুর রহমান টিটু/এসএস/আরআইপি