কমলাপুরে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ মো. সেলিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করে কমলাপুর জিআরপি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, চট্টগ্রাম মেইল ট্রেনে করে সকালে কমলাপুরে রেলস্টেশন অবতরণ করেন সেলিম। জিআরপি পুলিশের তল্লাশীকালে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার সেলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ১২।
জেইউ/জেএইচ/আরআইপি