দিনাজপুরে বনভোজনের বাস উল্টে নিহত ১
দিনাজপুরের নবাবগঞ্জে বনভোজনের বাসের চাপায় রকি (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি উল্টে গিয়ে ৩ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত রকি (২৭) নবাবগঞ্জ উপজেলার বড় কচুয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী শিবপুর গ্রামের অমিত হাসান (২৬), বাসের যাত্রী ৯ম শ্রেণির ছাত্রী সারমিন আকতার, ৮ম শ্রেণির ছাত্রী লায়লা আঞ্জুমান, ৭ম শ্রেণির ছাত্রী আতকারা খাতুন এবং বাসের হেলপার সেলিম হোসেন (২৮)।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরদার গাবুর আলী জানান, বগুড়ার সোনাতলা এলাকার আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বাসযোগে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে নবাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের চেরাগপুর এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইলের চালক রকি মারা যায়।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর