দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অ্যাড. আবদুল হামিদ বলেছেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে। শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশুনা করতে হবে। সোমবার দুপুর দেড়টায় জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে স্থল জয়, সীমানা চুক্তি হওয়ায় দেশ বিশ্বের দরবারে এক ধাপ এগিয়ে গেছে।
রাষ্ট্রপতি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাখাতকে এক ধাপ এগিয়ে নিতে সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। এজন্য প্রতিবছর ১ জানুয়ারিতে সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়। ঝড়ে পড়া কমানোর লক্ষ্যে উপবৃত্তি প্রদান ও মেয়েদের অবৈতনিক পড়াশুনার সুযোগ দেয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করতে হবে। কোনো কিছুর মোহে বা বা সাময়িক লাভের আশায় কেউ যাতে বিপথগামী না হয় সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়করণ প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, আমি রাষ্ট্র প্রধান, আমি সরকারের কেউ না। অতএব কোনো কিছু চাইতে হলে সরকারের কাছে চাইতে হবে। তবে আমার কোনো সহযোগিতা লাগলে আমি করবো।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মোস্তাকিম বিল্লাহ ফারুকী প্রমুখ।
শুভ্র মেহেদী/এসএস/এআরএ/পিআর