মনোনয়ন জমাদানে ছাত্রলীগের বাধা : আটক ১


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরায় মনোনয়নপত্র জমাদানে বাধা, হামলা, মারপিট, মনোনয়ন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাচন অফিসের সামনে মনোনয়ন জমাদানে বাধা দেয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।

এদিকে, কলারোয়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। একাধিক প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই করাসহ মারপিট করা হয়েছে।

অপরদিকে, দেবহাটার কুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুল ইসলামের লোকজন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সফট রক গ্রুপের চেয়ারম্যান ইমাদুল ইসলামের সমর্থক ও ইউপি মেম্বর মোশারফের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি শিক্ষক আব্দুর রউফ, কুশোডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলাম, যুগেখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

sathkharia-pic
মারপিটের শিকার হয়েছেন কয়লা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি শিক্ষক আব্দুর রউফ। সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মনোনয়নপত্র ছিনতাই করা হয়েছে।

এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেন জানান, তার ও স্ত্রী নাজমা পারভীনের মনোনয়নপত্র কেড়ে নেয়া হয়েছে। গণমাধ্যমে কথা বললে মারপিট এবং গ্রেফতারের হুমকিও দেয়া হয়েছে।

একই অভিযোগ করেন কয়লা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি শিক্ষক আব্দুর রউফ। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ ও নির্বাচন কমিশন কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ জাগো নিউজকে বলেন, জানা মতে সকলেই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসবের বাইরের কোনো ঘটনা আমার জানা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না করায় ছাত্রলীগ কর্মীকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।