অপহৃত ঠিকাদার-ম্যানেজার ৯দিন পর মুক্ত
খাগড়াছড়ির পানছড়ি থেকে অপহৃত আল-ফালাহ ট্রেডিং কর্পোরেশনের ঠিকাদার ও ম্যানেজার ৯দিন পর মুক্ত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা সদরের ভাই-বোনছড়া এলাকায় তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তি পাওয়ার পর অপহৃত দুইজনকে খাগড়াছড়ি সার্কিট হাউজে আনা হলে সেখানে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, পানছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিক ও পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার তাদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী জানান, নানামুখি চাপের কারণে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিয়ে চলে গেছে। তবে উদ্ধার নাকি মুক্তিপণ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু বলা যাবে না।
এদিকে, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুকুমার দেব (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাকে কলোনিপাড়া এলাকা থেকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এলজিইডির আওতায় পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের জন্য স্থানীয় পাহাড়িরা চাঁদা দাবি করে আসছিল। আর এরই জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি সকালে পানছড়ি উপজেলার তালতলা এলাকা থেকে আল-ফালাহ্ ট্রেডিং কর্পোরেশনের ঠিকাদার সাইফুদ্দিন শাহিন গাজী ও ম্যানেজার মো. রুহুল আমিনকে অপহরণ করা হয়। বিভিন্ন সময় ৩০/৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
এআরএ/আরআইপি