হাতিরঝিল থেকে ৪ জেএমবি সদস্য গ্রেফতার
রাজধানীর আমবাগান সংলগ্ন হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।
সোমবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর এবং মো. রাসেল উদ্দিন। এসময় তাদের হেফাজত থেকে ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল হ্যান্ডসেট বেশ কয়েকটি উগ্রবাদী বই জব্দ করেছে সিটি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো। সম্প্রতি ঢাকা শহরে বড় ধরনের নাশকতা সংগঠনের পরিকল্পনা করার জন্য হাতিরঝিল এলাকায় সমবেত হয়েছিল বলে জানায় তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
এআর/এসকেডি/আরআইপি