সিলেটে পরিত্যক্ত আটটি ককটেল উদ্ধার


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আটটি তাজা ককটেল উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার দুপুর ১টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেলের বিস্ফোরণে এক টোকাই আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক টোকাই শিশু প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। পরে এলাকার লোকজন শাহপরান থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ককটেলগুলো উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, দুর্বৃত্তরা ককটেলগুলো নাশকতার জন্য লুকিয়ে রেখেছিল। ঘটনাস্থল থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।  

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহতউল্লাহ জাগো নিউজকে বলেন, জদ্দার কৌটায় তৈরি কুড়িয়ে পাওয়া একটি ককটেল ছুঁড়ে মারলে বিস্ফোরিত হয়ে পথ শিশুটি সামান্য আহত হয়েছে। এছাড়া তাজা আটটি ককটেল সিলেট এমসি কলেজ মাঠে নিয়ে ধ্বংস করা হয়েছে।   

ছামির মাহমুদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।