ইচ্ছে হলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তিনি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি তানজিল শাহ্ তচ্ছন ইচ্ছে হলেই কারণে-অকারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে কেন্দ্রের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও আশ্বস্ত হতে পারছেন না অভিভাবকরা।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ্ তচ্ছনের ছোট ভাই স্থানীয় নাছরীন নবী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এ কারণে তানজিল দলীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রায় প্রতিটি পরীক্ষাতেই ওই কেন্দ্রে গিয়ে হাজির হন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব মঙ্গলবার তাকে পরীক্ষা কেন্দ্রে আসতে নিষেধও করেন।
তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ্ তচ্ছন জাগো নিউজকে বলেন, আমি কোনো পরীক্ষার দিনই কেন্দ্রে প্রবেশ করিনি। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি নিজ থেকেই উপজেলা প্রশাসনকে বলেছি ছাত্রলীগের নাম করে কেউ যদি কেন্দ্রে ঢুকতে চায় তাহলে তাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব জাগো নিউজকে বলেন, পরীক্ষার হলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে প্রবেশ না করতে সতর্ক করে দেয়া হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি