মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জে মাদক পাচার মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেন।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মজনু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শরীয়তপুরের শিবচর উপজেলা সালেহপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী পারুল আকতার (৩৫) ও বেদেরগঞ্জ উপজেলার রাজভদ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আসমা বেগম (৩২) এবং ঝালকাঠির নলছিটি উপজেলার ধুবিল গ্রামের শাহজাহান আলীর ছেলে মজনু মিয়া (৩৫)। অন্যদিকে এ মামলার দুই আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ মে আসামিরা বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ গোলচত্বর এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় দুই নারীসহ চারজনকে আটক করে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে বিকেলে বিচারক এ রায় দেন।

বাদল ভৌমিক/এফএ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।