লৌকিতায় অর্থ ব্যয় কন্যার, অর্থ আদায়ে রেকর্ড ধনুর
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আকস্মিকভাবে চতুর্দিকে অন্ধকার পরিবেশ বিরাজ করবে। একদিকে কাজকর্মে ব্যর্থতা অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দূর থেকে আসা ডাক গোটা পরিবারে খুশির সংবাদ বয়ে আনবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন গর্বে ভরে উঠবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
মনোবল জনবল অর্থবলের গ্রাফ ক্রমশ উপরের দিকে ধাবিত হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আমায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায়, বিদেশ গমনের স্বপ্ন পূরণ, প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি তথা নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হওয়ায় গোটা পরিবার আনন্দে নাচবে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আজকের ভুল সিদ্ধান্ত সারাজীবনের কষ্ট হয়ে দাঁড়াতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ ও ধার দেওয়া অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় উচ্চশিক্ষার দ্বার খুল যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ভ্রাতাভাগ্নি আত্মীয়-পরিজনও জীবন সাথী পর্যন্ত বিরোধতা করায় মনোবাসনা জলাঞ্জলি যাবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ থেকে বিরত থাকা সমীচীন হবে। শত্রু ও বিরোধী পক্ষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে যথাসর্বস্ব লুফে নেবে। লৌকিতায় প্রচুর অর্থ ব্যয় হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সুখ শান্তি ও প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসা-বাণিজ্য অংশিদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর অর্থ ব্যয় হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সিজনাল রোগব্যাধির সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিত্সালয়ে নিয়ে ছাড়বে। দুর্ঘটনা ও অপ্রীতিকার ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহনসহ সব ধরনের অনুচিত কাজবাজ থেকে বিরত থাকা সমীচীন হবে। অবশ্য পাওনা টাকা আদায়ের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যত্পরনাস্তি ক্ষতি সাধিত হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির কামনা পূরণ করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
একদিকে আয় উপার্জনে ভাটা অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সংকটকালে সবাই দূরে সরে যাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। ঘুষ উৎকাচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন। আবেগ প্রবণতা ক্ষতির কারণ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আপনার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে। নিত্যনতুন ব্যবস-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। মামলা মোকদ্দায় জয়লাভ করায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার তথা সম্ভাব্য ক্ষেত্রে বুকের ধন বুকে ফিরে আসবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্য ব্যাপদ্দেশে কাছেপীঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হয়।
আরএস/পিআর