রাজশাহীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায় নি।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি বিকেলের দিকে নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তিকে ধাক্কা দেয়। এসময় সে স্টেশন সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, নিহতের পরিচয় না পাওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।