বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ নারী


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে দেড় বছর সাজা ভোগের পর ৫ বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকেলে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
 
ফেরত আসা ৫ নারী হলেন, খুলনার তেরখাদা এলাকার হেমায়েত কাজির মেয়ে ইয়াসমিন খাতুন (২০), ঢাকার কামরাঙ্গির চর এলাকার বেলালের মেয়ে সুলতানা নিসা (২১), নড়াইল সদরের আকরাম ফকিরের মেয়ে জুলি খাতুন (১৯), ঢাকার সাভার এলাকার রমজান আলীর মেয়ে তাসলিমা খাতুন (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার মোসলিমের মেয়ে তাসলিমা খাতুন (২২)।
 
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সংসারে অভাবের তাড়নায় দালালের খপ্পড়ে পড়ে ২০১৪ সালে অবৈধ পথে ভারতে যায় এসব নারীরা। ভারতের মূর্শিদাবাদ এলাকায় বাসা-বাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে ‘জাবালা’ নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে যশোর রাইটস গ্রহণ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।