ফটিকছড়িতে বিয়ের দিন বরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ফটিকছড়িতে বিয়ের দিন জয়নাল আবেদীন (২৭) নামের এক বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুয়াবিল বারমাসিয়া গ্রামের সামশুল আলমের মেয়ের সাথে বিয়ের কথা ছিল বুধবার।

স্থানীয় সূত্র জানায়, জয়নালের লাশ ময়না তদন্ত ছাড়াই দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি আনা হয়।

পারিবারিক সূত্রে গতকাল (মঙ্গলবার) সকাল থেকে শরীরিক অসুস্থাবোধ করলে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকন্দ্রে নিয়ে যাওয়া হয় জয়নালকে। সেখানে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

চমেক হাসপাতালে চিকিৎসার পর  অবস্থার কিছুটা উন্নতি হলে জয়নাল বলেন, আমি দুপুরে বাড়ি এসে বিয়ের সবকিছু সম্পন্ন করব।

জয়নালের ভগ্নিপতি আব্দুল মন্নান বলেন, মূলত তিন-চার দিন আগে থেকে সে অসুস্থতা বোধ করে। আমরা তাকে প্রথমে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাই। রোগ নির্ণয় করার আগেই তার মৃত্যু হয়।

এদিকে, তার এ মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে তা উদঘাটনের জন্য ময়নাতদন্ত করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় পৌর কাউন্সিলর হাফেজ আব্দুল্লাহ।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিদ্যুত কুমার বলেন, এ ধরনের কোন ঘটনা নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।