যাদের সাজা হয়েছে তারাই জড়িত : বিজিবি মহাপরিচালক


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘যাদের সাজা হয়েছে তারাই জড়িত।’

বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

মহাপরিচালক বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে তদন্ত করে দেখা হয়েছে। আমার মনে হয় না এর নেপথ্যে আর কেউ আছে। যারা এর নেপথ্যে ছিল তাদের সাজা হয়েছে।

এর আগে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্র সচিব এবং সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।