সাবেক মন্ত্রী এনামুল হক মারা গেছেন


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও  হবিগঞ্জ থেকে ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার স্কয়ার হাস্পাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বরেণ্য রাজনীতিক মোস্তফা শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার ছেলে নিজামুল হক রানা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল।

পরিবার সূত্র জানায়, শুক্রবার হেলিকপ্টারে করে কফিন নেওয়া হবে হবিগঞ্জে। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠে, দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, এর পর চুনারুঘাট ঈদগাহ মাঠে ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এসএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।