রংপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মেঘনা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাব্দী গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। মেঘনা ওই এলাকার মাইক্রোবাসচালক মনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে মনোয়ার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশের জমিতে কাজ করছিলেন। এসময় শিশু মেঘনা জমির পাশে বসে খেলা করছিল। একপর্যায়ে মেঘনা তাদের কাছ থেকে রেল লাইনের উপরে চলে যায়। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মেঘনা।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিতু কবীর/এফএ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।