হারাগাছ পৌরসভা নির্বাচন : বর্তমান মেয়রের মনোনয়নপত্র বতিল
রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদাকাত হোসেন ঝন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া উপজেলা পরিষদের হলরুমে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ব্যাংক ঋণ খেলাপীর তথ্য গোপন করার অভিযোগে সাদাকাত হোসেন ঝন্টুর মনোনয়নপত্র বাতিল করেন।
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওযামী লীগের সাবেক সভাপতি হাকিবুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন ফারুক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী জাহিদ হাসানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৩৮ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬নং ওয়ার্ডের মোতাচ্ছেম বিল্লার মনোনয়নপত্র বাতিল এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
জিতু কবীর/এমএএস/আরআইপি