কুমিল্লায় আ.লীগের গলার কাঁটা দলের বিদ্রোহীরা


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এখন মুখরিত কুমিল্লার গোমতী পাড়ের দেবিদ্বার উপজেলা। এখনো প্রতীক বরাদ্দ না হলেও চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

এ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নেই আ.লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলের বিদ্রোহীদের নিয়ে তাই দুশ্চিন্তায় রয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সমঝোতার মাধ্যমে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার প্রাণপন চেষ্টাও চলছে। ফলে নিজ দলের বিদ্রোহীরাই দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর এ সুযোগটি কাজে লাগাতেই ভোটের মাঠে নানা মেরুকরণ শুরু করেছে বিএনপির প্রার্থীরা।

দলীয় সূত্রে জানা যায়, ১নং বড়শালঘর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম (ঝারু) ভূঁইয়া আ.লীগ থেকে মনোনয়ন পেলেও দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা মো. ইউনুস মাষ্টার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২নং ইউছুফপুর ইউনিয়নে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন আবার এ ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. মো. জসীম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩নং রসুলপুর ইউনিয়নে মো. কামরুল হাসান দলীয় মনোনয়ন পেয়েছেন, এখানে আ.লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সরকার দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

৪নং সুবিল ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. রশিদ মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মুকুল।

৬নং ফতেহাবাদ ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান খন্দকার এম.এ সালাম দলীয় মনোনয়ন লাভ করেছেন, তবে এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মফিজুল ইসলাম।

৮নং জাফরগঞ্জ ইউনিয়নে মো. সোহরাব হোসেন দলীয় মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী হিসিবে মাঠে রয়েছেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আনোয়ার হোসেন।

১২নং ভানী ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মনোনয়ন লাভ করলেও এ ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী  হিসেবে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আবদুল হান্নান।

১৫নং বরকামতা ইউনিয়নে জয়নাল আবেদীন দলীয় মনোনয়ন পেয়েছেন। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা মো. নুরুল ইসলাম।

এদিকে যেসব ইউনিয়নে দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের দলীয়ভাবে সমঝোতার মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারের জন্য প্রার্থীদের পাশাপাশি দলের সিনিয়র নেতৃবৃন্দও প্রচেষ্টা শুরু করেছে। দলের এসব বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের  সাংগঠনিক পদক্ষেপ প্রসঙ্গে  উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ জয়নুল আবেদীন জানান, দলের এসব বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলীয় ফোরামে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দেবিদ্বারের সাবেক এমপি এএফএম ফখরুল ইসলাম মুন্সী জানান, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের মনোনয়নের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন,তাই যারা দলের নীতি-আদর্শ বিশ্বাস করেন তারা এখনো বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকলেও সময় মতো তারা প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে।

কামাল উদ্দিন/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।