গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ১০:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারিহা আক্তার পারুলের স্বামী।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রুবেলের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন মহেশখালি গ্রামের মানিকের স্ত্রী জোছনা বেগম। বুধবার রাতে রুবেল তার ঘরে বন্ধু গোলাম মাওলা ও রাজুকে নিয়ে মাদকের আড্ডায় বসায়। এসময় মাদক পান শেষে গৃহকর্মী জোছনা বেগমের ছেলে জসিম উদ্দিনকে মাদক আনতে বলে রুবেল। এতে রাজি না হয়ে পালিয়ে যাওয়ায় জসিমকে না পেয়ে রুবেল তার সহযোগিদের নিয়ে জোছনা বেগম ও তার মেয়ে মিনু আক্তারকে বাড়ি থেকে তুলে এনে মারধর করে।

এসময় রুবেলের স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান তার বাবার বাড়িতে ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ওই গৃহকর্মী ও তার মেয়েকে রুবেলের বাড়ি থেকে উদ্ধার করে।

পরে জোছনা বেগম বাদি হয়ে তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, গৃহকর্মী নির্যাতন মামলায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কাজল কায়েস/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।