প্যাটারসনে শাহীন খালিকের নির্বাচনী জনসমাবেশ
বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন সিটির আসন্ন ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক শাহীন খালিকের সমর্থনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্যাটারসনের করতিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা।
প্যাটারসন সিটির জনপ্রিয় কাউন্সিলম্যান ওম্যান মারিজা ডেভিলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় অনেক সিটি ও প্যাসাইক কাউন্টির উচ্চস্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিপুলসংখক লাতিনা, কৃষ্ণাঙ্গ এবং বাংলাদেশি-আমেরিকান ভোটারের অংশগ্রহণে আয়োজিত ওই সভায় কাউন্সিলম্যান প্রার্থী শাহীন খালিক তার বক্তব্যে বলেন, আমি সততার সঙ্গে ব্যবসার পাশাপাশি নানান রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধ্যমতো মানুষের সেবা করার চেষ্টা করেছি।
এসময় তিনি আরও বলেন, আগামী ১০ মে অনুষ্ঠিত প্যাটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হলে মানুষের সেবক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার পাশাপশি সিটির দুই নম্বর ওয়ার্ডে বসবাসকারী সকল কমিউনিটির মধ্যে সমন্নয় সাধন করে সকল নাগরিকের সম্মান ধরে রাখবো, ভোটারদের মূল্যায়ন করবো, মানবস্বার্থ বিরোধী কোনো কাজ করবো না।
এসময় বক্তাগণ শাহীন খালিককে কাউন্সিলম্যানের জন্য যোগ্য প্রার্থী বলে উল্লেখ করে বলেন, সিটি কাউন্সিলম্যান হিসেবে সঠিকভাবে নেতৃত্ব দেয়ার সকল যোগ্যতাই শাহীন খালিকের রয়েছে। এসময় তারা আরও বলেন, শাহিন খালিক প্যাটারসনে একজন সফল ব্যাবসায়ী। তার রয়েছে স্কুলবাস ট্রান্সপোর্টেশন ব্যাবসা। তিনি একজন সৎ, ধার্মিক ও আদর্শবান লোক। পরিক্ষীত সমাজসেবক ও একজন সংগঠক হিসেবে প্যাটারসনে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
নির্বাচনী সভায় উপস্থিত অনেকে ভোটাদের সঙ্গে আলাপকালে তারা জানান, শাহিন খালিক গত কয়েক বছর যাবত প্যাটারসন হেলফ সেন্টার নামে একটি কর্পোরেশনের মাধ্যমে কমিউনিটির সেবা করে আসছেন। এর মাধ্যম্যে ইতিমধ্যে তিনি হাজারের অধিক লোককে ফ্রি সেবা দিয়েছেন এবং এখনো নিচ্ছেন।
এছাড়া শাহিন খালিক একজন ক্রীড়া সংগঠক ও পৃষ্টপোষক। তাই যুব সমাজে রয়েছে বিপুল পরিচিতি ও সমর্থক এবং অন্যান্য কমিউনিটিতে রয়েছে বিপুল সংখক সমর্থক যা নির্বাচনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে অনেকে মনে করেন।
বিএ