গাজীপুরে ঝুটের গুদাম ও বসত বাড়িতে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুটের গুদাম ও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ঝুট গুদাম ও বাড়ির তিনটি কক্ষ আগুনে পুড়ে গেছে। শনিবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় মো. রুস্তমের ঝুট গুদামে আগুন লাগে। এ সময় পাশে থাকা আরেকটি ঝুট গুদাম ও আধাপাকা বাসা বাড়ির তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে গুদামে থাকা ঝুট ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
                
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।