আজকের ধাঁধা : ২৮ ফেব্রুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘খুব ভোরেতে পাবে তাকে,
সন্ধ্যে বেলায়ও পাবে।
উপর থেকে দেখলে পরে,
পড়বে তোমার চোখে।’
২. ‘খাল বিল শুকিয়ে গেল
বিন্নার গোড়ায় পানি।’
৩. ‘খাই কিন্তু দেখি নাই,
খেয়ে খেয়ে মজা পাই।’
৪. ‘খেয়ালে ভোজন,
ধ্যানে করে স্নান।
একসঙ্গে তিন কাজ,
করে কোনজন?’
উত্তর :
১. শুকতারা
২. শামুক
৩. বাতাস
৪. মাছরাঙা
এসইউ/এমএস