রাজধানীতে ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৯৮২ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
গ্রেফতাররা হলেন- মো. জাফর আলী মোল্লা, জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, মো. শাহীন মোল্লা, মো. বিল্লাল হোসেন ওরফে কাজল, তোফাজ্জল হোসেন ওরফে সাগর ও মো. আবুল বাসার ওরফে বাবু।
ফেন্সিডিল ছাড়াও তাদের হেফাজত হতে মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮২৮), ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৫১৫৪), ২টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ এবং ঢাকা মহানগরীতে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় রামপুরা থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এআর/জেএইচ/আরআইপি