প্রচারণায় মুখর ঝিনাইদহের ইউপিগুলো
ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী ও তাদের সমর্থকেরা রাত-দিন চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, প্রতি ওয়ার্ডের বাড়ি বাড়ি।
কোটচাঁদপুর উপজেলা জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে। ১৬৫.৬৬ বর্গ কি. মি. আয়তনের কোটচাঁদপুর উপজেলা। (ঝিনাইদহ) উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে মহেশপুর ও চৌগাছা উপজেলা, পূর্বে কালীগঞ্জ উপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙা সদর ও জীবনগর উপজেলা দ্বারা বেষ্টিত। ১৮৮৩ সালে কোটচাঁদপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এটি উপজেলায় রূপান্তরিত করা হয়। ১টি পৌরসভা, ৫টি ইউনিয়ন পরিষদ, ১১৪টি মৌজা এবং ৭৯টি গ্রাম নিয়ে উপজেলাটি গঠিত।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুর রহমান জানান, তফসিল অনুযায়ী এ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সদস্য পদে ১৭৫ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি আরও জানান, ১ নম্বর সাফদারপুর ইউপির মোট ভোটার ১৬ হাজার ৫০৬ জন। এর মধ্যে পুরুষ ৮৩২১ ও নারী ভোটার ৮১৮৫ জন। এখানে সংরক্ষিত আসনে ১৩ জন ও পুরুষ সদস্য পদে ৩৫ জন অংশ নিয়েছেন।
এ ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি থেকে মিজানুর রহমান, আওয়ামী লীগ থেকে নওশের আলী, স্বতন্ত্র গোলাম মোস্তফা ও বেলায়েত হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।
২ নম্বর দোড়া ইউপির মোট ভোটার ১৫ হাজার ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ৭৯০৩ ও নারী ভোটার ৮০৭৩ জন। এখানে সংরক্ষিত আসনে ১০ জন ও পুরুষ সদস্য পদে ৩২ জন অংশ নিয়েছেন।
এ ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি থেকে মনিরুল ইসলাম, আওয়ামী লীগ থেকে কাবিল উদ্দিন বিশ্বাস, জামায়াত থেকে আব্দুর রাজ্জাক খান, স্বতন্ত্র হিসেবে মানিক মিয়া ও জাহিদুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
৩ নম্বর কুশনা ইউপির মোট ভোটার ১৮ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ৯৪৯০ ও নারী ভোটার ৯৪৫২ জন। এখানে সংরক্ষিত আসনে ১১ জন ও পুরুষ সদস্য পদে ৩৬ জন অংশ নিয়েছেন।
এ ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন-বিএনপি থেকে লিয়াকত হোসেন, আওয়ামী লীগ থেকে আব্দুল হান্নান, স্বতন্ত্র হিসেবে জুলফিক্কার আলী, শরিফুর রহমান টিটো, ওয়াহেদুজ্জামান, আতিয়ার রহমান, কেএম হেলারিং মনোনয়ন জমা দিয়েছেন।
৪ নম্বর বলুহর ইউপির মোট ভোটার ১৫ হাজার ৪ ৯৬ জন। এর মধ্যে পুরুষ ৭৮৯৩ ও নারী ভোটার ৭৬০৩ জন। এখানে সংরক্ষিত আসনে ১০ জন ও পুরুষ সদস্য পদে ৪৭ জন অংশ নিয়েছেন।
এ ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন- বিএনপি থেকে রফিকুল ইসলাম, আওয়ামী লীগ থেকে আব্দুল মতিন, জামায়াত থেকে শাহ আলম, স্বতন্ত্র হিসেবে আবুল কালাম আজাদ, সাইদুর রহমান, শাহাজান আলী, শরিফুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
৫ নম্বর এলাঙ্গী ইউপির মোট ভোটার ১৪ হাজার ২৭৯ জন। এর মধ্যে পুরুষ ৭২৪০ ও নারী ভোটার ৭০৩৯ জন। এখানে সংরক্ষিত আসনে ৮ জন ও পুরুষ সদস্য পদে ৪৫ জন অংশ নিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন । তারা হলেন- বিএনপি থেকে আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ থেকে মিজানুর রহমান, জামায়াত থেকে শাহাবুদ্দিন খান।
এসএস/এমএস