চরমপন্থী বিপুল বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন থেকে চরমপন্থী বিপুল বাহিনীর সদস্য কেতাইকে (৩৩) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। রোববার রাত সোয়া ১২টার দিকে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার কেতাই পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকার মৃত তায়জারের ছেলে।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত সত্যতা নিশ্চিত করে জানান, কেতাই চরমপন্থী বিপুল বাহিনীর সদস্য। রোববার বিকেলে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন দিবাগত রাতে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা দক্ষিণপাড়া আহম্মদ মাস্টারের দিঘির পাড়ের কলা বাগান থেকে ১টি ওয়ান সুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাংশা থানায় তার নামে ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি অস্ত্র, ২টি বিস্ফোরক দ্রব্য ও ৪টি মারামারির অভিযোগে মামলা।
রুবেলুর রহমান/এসএস/এমএস