সাংবাদিকদের বের করে দিয়ে ৭ খুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
ফাইল ছবি
সাংবাদিকদের বের করে দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষী শুনানিতে আদালতের এজলাসে আইনজীবীদের সঙ্গে বসা সাংবাদিকদের বের করে দেন নূর হোসেনের আইনজীবী খোকন সাহা ও আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন।
নূর হোসেন, তারেক সাঈদসহ ২৩ জন আসামির উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লে. কর্নেল তারেক সাঈদ অসুস্থতার অজুহাতে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
এদিকে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ৭ খুনের আসামিদের আদালতে হাজির করা হয়।
শাহাদাত হোসেন/এসএস/এমএস