মাদারীপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম থেকে ৫ দিন আগে বিয়ে হওয়া এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহতের বাবার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
রাজৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আমগ্রাম এলাকার সদানন্দ মন্ডলের ছেলে দুবাই প্রবাসী শশধর বাড়ৈ (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে একই গ্রামের বিশ্বনাথ মন্ডলের মেয়ে উন্নতি মন্ডলের (২৫) বিয়ে হয়। কিন্তু সোমবার সকালে নিহতের শ্বশুর বাড়ির পাশে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
বিশ্বনাথ মন্ডল অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে ওরা হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমরা ওদের শাস্তির জন্য আইনের আশ্রয় নেব।’
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।`
নাসিরুল হক/এসএস/আরআইপি