লিপ ইয়ারে সোহরাওয়ার্দীতে জন্ম নিলো ‘মধু’


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

এই দিনে জন্ম নেয়া শিশুদের জন্মদিন প্রতি বছর পালন করা কল্পনাতীত। কারণ আজকের দিনটি যে লিপ ইয়ারের। সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসটি হয় ২৮ দিনে। কিন্তু লিপ ইয়ারের হিসাবে চলতি বছরের এই ফেব্রুয়ারি উদযাপিত হলো বাড়তি একদিন। আগামী বছরের ফেব্রুয়ারি কিন্তু ঠিকই ২৮ দিনেই শেষ হবে।

লিপ ইয়ারের কথায় না হয় পুনরায় আসা যাবে। বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবারের লিপ ইয়ারে জন্ম নিয়েছে মাত্র এক শিশু।

হাসপাতালের গাইনি বিভাগের ৪টি ইউনিট। প্রতিদিনই হাসপাতালটিতে ৫ থেকে ১০টি শিশুর জন্ম হলেও লিপ ইয়ারে মাত্র এক শিশুর জন্ম হয়েছে। অবশ্য লিপ ইয়ারের বিষয়টি ডাক্তারদের জানাও ছিল না।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় ইউনিটের ১০নং ওয়ার্ডের ৬নং বেডেই সাধারণভাবে এই শিশুর জন্ম দেন মা তাসলিমা আক্তার রেনু।


আদরের এই নবাগত শিশুর নাম রাখা হয়েছে মধু। মধুর নানা মহসিন আলী মিয়া জাগো নিউজকে বলেন, একমাত্র নাতি ছিল। শখ ছিল নাতনির। সে ইচ্ছেও আল্লাহ পূরণ করেছেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া।

শ্যামলীর ২নং রোডের মাথায় নবাগত মধুর বাবা হাফেজ আহম্মদ নয়নের বাড়ি। পেশায় তিনি শেয়ার ব্যবসায়ী। মাঝে বিদেশেও চাকরি করে এসেছেন।

তিনি জানান, তার নিজের মায়ের ডাক নাম মধু। তারই ইচ্ছে নাতনির নাম মধু রাখবেন। দাদির অবর্তমানে মধুই হবে সবার। আপাতত পুরো নাম রাখা না হলেও মধুই হবে এই নবাগতের ডাক নাম।

মধুর দাদা শামসুদ্দীন মোল্লা একই হাসপাতালের ওয়ার্ডের বয় হিসেবে কাজ করেন। তিনি জানান, আমার একমাত্র ছেলে। মেয়ে নেই। তাই ইচ্ছে ছিল ছেলের ঘরে অন্তত একটা মেয়ে থাকা চাই। আল্লাহ সে নেক ইচ্ছে পূরণ করেছেন। তবে কথা বলে জানা গেল লিপ ইয়ার সম্পর্কে ধারণা নেই তার।


তবে মা তাসলিমা আক্তার জানান, লিপ ইয়ারের হিসেব আমি জানি। তবে সেটার চেয়ে কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ আমি মা হয়েছি। এর চেয়ে একজন নারীর আর কিইবা চাওয়ার থাকতে পারে।

পরিসংখ্যানে জানা গেছে, সারা বিশ্বের লিপ ইয়ারে এক হাজার ৫০০ শিশুর মধ্যে একটি শিশুর জন্ম হয়। দেড় হাজারে একটি শিশু যার জন্মদিনটি আসে চার বছর পর পর। চোখের সামনে সবাই প্রতিবছর ঘটা করে জন্মদিন উদযাপন করে আর তাদের অপেক্ষা করতে হয় চার।

অনেক দেশই এই দিনে জন্ম নেয়া লোককে দুর্ভাগা ভাবে। তাদের জন্মদিন হয় ২৮ ফেব্রুয়ারি বা ১ মার্চ নির্ধারণ করার একটা বৈধতা দেয়া হয়েছে। যেমন: যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে ১ মার্চকেই আনুষ্ঠানিকভাবে তাদের জন্মদিন ধরা হয়।

প্রতিবছর এমন অভাগার সংখ্যা কিন্তু বাড়ছে বেশ উল্লেখযোগ্য সংখ্যায়। শুধু যুক্তরাষ্ট্রেই এমন দিনে এক লাখ ৮৭ হাজার শিশুর জন্ম হয় আর সারা বিশ্বে হিসাব করলে দাঁড়ায় ৪০ লাখ!


লিপ ইয়ার কেন হয়?
লিপ ইয়ার গল্প সবার জানা। এর পেছনের গল্প অনেকের অজানা। বছর গণনা হয় ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। তাহলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করে থাকি। আর এই কয়েক ঘণ্টার যোগ করে ৪ বছর পর পর একদিন বেশি হয়। এই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হলো ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।