সিএপিএম ভেঞ্চার ক্যাপিটালের যাত্রা শুরু
দেশে ৩৩তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো সিএপিএম ভেঞ্চার অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল)। সোমবার রাজধানীর রেডিসন হোটেলে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ১০৫ কোটি টাকা। যার ৫৬ শতাংশই রয়েছে আইসিবি ও সাধারণ বিমা কর্পোরেশনসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। বাকি ৪৪ শতাংশ মূলধন ব্যক্তি খাতের।
উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, প্রাইভেট ইক্যুইটি নতুন ও দক্ষ ব্যবসায়িক উদ্যোগে মূলধন খরচ কমায় এবং বেসরকারি খাতে দক্ষতা বাড়ায়। এটি সাশ্রয়ী মূলধন হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ফান্ড, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে প্রাইভেট ইক্যুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহের জন্য বৈধ পেশাদার কর্পোরেট প্রতিষ্ঠান থাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক পরিকল্পনায় উল্লেখ করেছে, প্রাইভেট ইক্যুইটি ফান্ড এবং ভেঞ্চার ক্যাপিটালকে কার্যকরভাবে তাদের মূলধন হিসেবে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান, ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে সংগ্রহ করবে। তারা মূলত ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি শিশু ও নারীদের বিশেষ প্রয়োজনে আর্থিক সহায়তা, কম প্রণোদনাপ্রাপ্ত খেলাধুলাকে উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সাম্য সুযোগ সৃষ্টিতে কাজ করবে। সেদিক বিবেচনায় সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইন্সেস দেয়া হয়েছে বলে জানান গভর্নর।
তিনি বলেন, দেশের গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন উৎপাদনমুখী সব খাতে পর্যাপ্ত অর্থায়ন। একই সঙ্গে সর্বস্তরের জনগোষ্ঠীর দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছানো।
ড. আতিউর রহমান বলেন, আমাদের জনসংখ্যার আকার, ঘনত্ব, বয়স অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই অনুকূল। ভৌগোলিক অবস্থানের বিচারেও আমরা কৌশলগত সুবিধার মধ্যে রয়েছি। একদিকে ভারত, অন্যদিকে চীন এই দুই বৃহৎ অর্থনীতি আমাদের আশেপাশেই রয়েছে। এই দুই অর্থনীতির গতিময়তা আমাদের অর্থনৈতিক গতির পালে বাড়তি হাওয়া দিচ্ছে। এসব সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সবশ্রেণির মানুষের কথাই মনে রাখতে হবে। ধনবানদের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের জন্যও বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। আর এ লক্ষ্যে আর্থিক খাতের নতুন ও পুরনো সব প্রতিষ্ঠান মিলে একসঙ্গে কঠোর পরিশ্রম করতে পারলে নিশ্চয়ই অচিরেই বাংলাদেশ ৮ শতাংশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজুদ্দীন, সিভিসিএফএল’র চেয়ারম্যান মাহমুদ হোসাইন, ডিরেক্টর সৈয়দ আল ফারুকী, ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরাসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
এসআই/বিএ