আজকের সাধারণ জ্ঞান : ০১ মার্চ ২০১৬


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০১ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যে প্রথম প্রকাশ’ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : রত্নাবতী।

২. প্রশ্ন : ‘রত্নাবতী’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬৯ সাল।
 
৩. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কোনটি?
উত্তর : নীল দর্পণ।

৪. প্রশ্ন : ‘নীল দর্পণ’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬০ সাল।
 
৫. প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের প্রথম নাটক কোনটি?
উত্তর : কুলীনকূলসর্বস্ব।

৬. প্রশ্ন : ‘কুলীনকূলসর্বস্ব’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৪ সাল।
 
৭. প্রশ্ন : সৈয়দ ওয়ালীউল্লাহের প্রথম গল্প কোনটি?
উত্তর : নয়নতারা।

৮. প্রশ্ন : ‘নয়নতারা’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৫ সাল।
 
৯. প্রশ্ন : সৈয়দ ওয়ালীউল্লাহের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : লালসালু।
 
১০. প্রশ্ন : ‘লালসালু’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৮ সাল।
 
১১. প্রশ্ন : হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্য কোনটি?
উত্তর : বিমুখ প্রান্তর।

১২. ‘বিমুখ প্রান্তর’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৬৩ সাল।
 
১৩. প্রশ্ন : শামসুর রাহমানের প্রথম কাব্য কোনটি?
উত্তর : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।

১৪. প্রশ্ন : ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৯ সাল।
 
১৫. প্রশ্ন : শহীদুল্লাহ কায়সারের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : সারেং বউ।

১৬. প্রশ্ন : ‘সারেং বউ’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৬২ সাল।
 
১৭. প্রশ্ন : বন্দে আলী মিঞার প্রথম কাব্য কোনটি?
উত্তর : ময়নামতির চর।

১৮. প্রশ্ন : ‘ময়নামতির চর’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩০ সাল।
 
১৯. প্রশ্ন : বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ কোনটি?
উত্তর : মতিচুর।
 
২০. প্রশ্ন : ‘মতিচুর’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯০৪ সাল।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।