প্রকাশ হলো লেলিনা রফিকের সুরের আলিঙ্গনে


প্রকাশিত: ০৬:২১ এএম, ০৬ মার্চ ২০১৬

জি-সিরিজ থেকে প্রকাশিত হলো লেলিনা রফিকের রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‌‘সুরের আলিঙ্গনে’। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, কন্ঠশিল্পী শুভ্রদেব ও জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ।

প্রকাশিত অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। গানগুলোর শিরোনাম হলো- বাদল দিনের প্রথম কদম ফুল, গোধূলি গগনে মেঘে ডেকেছিল, যখন এসেছিলে অন্ধকারে, একটুকু ছোঁয়া লাগে, ও যে মানে না মানা, সেদিন দু’জনে দুলেছিনু, ছায়া ঘনাইছে মনে, তোমায় গান শোনাব ও ওই মালতি লতা দোলে।

অ্যালবামটিতে রবীন্দ্র গানে নতুন করে সংগীতায়োজন করেছেন দীপক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।