চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন


প্রকাশিত: ১২:০২ পিএম, ১২ মার্চ ২০১৬

চুয়াডাঙ্গায় ভুলু (২৪) নামে জিপু গ্রুপের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে অনিক গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। গুরুতর জখম করা হয়েছে আকাশ (২২) নামে আরো এক ছাত্রলীগ কর্মীকে। শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত ভুলু শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার খবির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলু ও আকাশ নামে দুই যুবক শনিবার বড় বাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ৫/৬ জনের একদল দূর্বত্ত তাদের উপর হামলা চালিয়ে ভুলুর ঘাড়ে ও আকাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্তকভাবে জখম করা হয়।
 
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রপচারের সময় অপরাশেন থিয়েটারেই ভুলু মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাজিবুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভুলুর মৃত্যু হয়েছে। আহত আকাশের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনা নিয়ে নতুন করে সংঘর্ষের আশাঙ্কায় ফেরিঘাট রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ দুইটি গ্রুপে বিভক্ত। একটির নের্তৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দার অন্যটির নের্তৃত্ব দেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক যুবলীগ আহবায়ক চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান জিপু। নিহত ভুলু জিপু গ্রুপের একজন কর্মি।

সালাউদ্দিন কাজল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।