মৃত স্ত্রীকে টেলিভিশনে দেখে আঁতকে উঠলেন স্বামী


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১২ মার্চ ২০১৬

দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রীকে দাফন করেছিলেন মরক্কোর এক ব্যক্তি। সাদামাটা এ সংবাদের পেছনের সংবাদে রীতিমতো আঁতকে উঠেছেন তিনি। সম্প্রতি দেশটির বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে তার স্ত্রীকে দেখা গেছে বলে জানিয়েছেন।

২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় আহত স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। পরে চিকিৎসকরা জানান, দুর্ঘটনার কাছে পরাজয় মেনে না ফেরার দেশে গেছেন তার স্ত্রী। কিন্তু নিহত ওই নারীকে সম্প্রতি টেলিভিশনের হারিয়ে যাওয়া পরিবারের `পুনর্মিলনী` অনুষ্ঠানে দেখা যায়।

শুধু তাই নয়, নিহত ওই নারী তার স্বামীকে খুঁজে পেতে সহায়তারও আহ্বান জানান। এ সময় ওই নারী নিজের নাম, ঠিকানা প্রকাশ করে বলেন, দুই বছর ধরে তিনি স্বামীর স্পর্শ থেকে দূরে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, সেসময় মরক্কোর ওই ব্যক্তি স্ত্রীকে নয়, অন্য কোনো নারীকে ভুলে দাফন করেছিলেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।