গিনেস বুকে নাম লেখাতে নেটে টানা ৮২ ঘণ্টা!
মানুষের কী বিচিত্র নেশা। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য এর আগে শোনা গিয়েছিল, কেউ নখ কাটে না বছরের পর বছর, কেউ চুল রেখে কয়েক মিটার লম্বা বানিয়েছেন। বিচিত্র নেশার মানুষ যে ক্রিকেটেও রয়েছে এবার জানা গেলো সেটা। ভারতের এক ক্রিকেটার গিনেস বুক অব ওয়াল্ডে নাম লেখানোর জন্য বেছে নিয়েছেন টানা ব্যাট করে যাবেন! তো রেকর্ড গড়তে হলে, কত ঘণ্টা নেটে থাকতে হবে তাকে!
পাঁচ নয়, দশ নয়, পুরো ৮২ ঘন্টা। এত লম্বা সময় নেটে টানা ব্যাট করতে পারলেই গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠে যাবে ভারতের নাগারাজু বুদুমুরুর। এই অসাধ্য সাধন করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তিনি। হোক না একটু কষ্ট। তাতে যদি গিনেস বুকে নাম উঠে যায়, তাহলে তো কথাই নেই।
ইতিমধ্যে মিশন সফল করার কাজও শুরু করে দিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। বৃহস্পতিবার থেকে ভিশাখাপত্তন্মের এমভিপি কলোনির রাজা কলেজ মাঠে গিনেস রেকর্ড করার জন্য নেমেছেন তিনি। রবিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে তার এই ব্যাটিং। বোলিং মেশিনের মাধ্যমে ছোড়া বল এবং বোলারদের দ্বারা করা বল মোকাবেলা করছেন বুদুমুরু। টানা ৫ ঘন্টা নেটে ব্যাটিং করে তারপর ২০ মিনিটের বিরতি নিচ্ছেন তিনি।
এর আগে গতবছরের ডিসেম্বরে ৫০ ঘন্টা নেটে ব্যাট করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিলেন তারই স্বদেশী ব্যাটসম্যান ভিরাগ মারে। নিজের রেকর্ড নিয়ে কথা বলতে গিয়ে নাগারাজু বলেছেন, ‘আমি আমার নামকে গিনেস রেকর্ড বুকে দেখতে চাই। আশা করছি, আমি ৮২ ঘন্টা ব্যাট করতে পারবো নেটে।’
মারে এর আগে ১৫ হাজার বল মোকাবেলা করেছিলেন। নাগারাজুকে রেকর্ড করতে হলে কমপক্ষে ২৫ হাজার বল মোকাবেলা করে রেকর্ড করতে হবে। নাগারাজুর বন্ধুরা তার এমন রেকর্ড নিয়ে রোমাঞ্চিত এবং স্বপ্ন দেখছে তাদের বন্ধু একদিন ভারতীয় দলেও খেলবে।
আরআর/আইএইচএস/আরআইপি