বরিশালে ২০০ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৮ মার্চ ২০১৬

বরিশালের তালতলী নদীতে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে জব্দ করা জাটকাগুলো এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মঞ্জুুরুল করিম বলেন, তারা বৃহস্পতিবার রাতভর অভিযান চালায়। শেষ রাতের দিকে তালতলি এলাকা থেকে বিক্রির জন্য আনা ৫২টি ড্রাম ভর্তি ২০০ মণ জাটকা জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করতে পারেন নি।

Barisal

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, অভিযানে তারা জাটকা এবং কারেন্ট জাল জব্দ করেছেন। মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল পোড়ানোর প্রস্তুতি চলছে।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।