গাজীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ড এলাকায় অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। শনিবার বেলা ১১ টায় ওই এলাকার নোমান গ্রুপের আনোয়ারা মান্নান স্পিনিং মিল কারখানার পেছনের খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকালে খালে নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। গায়ে প্রিন্টের কামিজ ছিল এবং দুই পা পরনের সালোয়ার দিয়ে বাঁধা ছিল।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ওই খালের কোনো এক জায়গায় ফেলে রাখতে পারে। পরে মরদেহ ভাসতে ভাসতে ওই এলাকায় আসতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস