কলাখালীতে আ.লীগ প্রার্থীর কার্যালয়ে আগুন
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী দিদারুজ্জামান শিমুলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামের রাজারকাঠী বাজার সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।
রাজারকাঠী বাজার সংলগ্ন স্কুল মাঠে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দিদারুজ্জামান শিমুলের নির্বাচনী কার্যালয়টি ছিল। সেখানে প্রতিপক্ষের দুর্বৃত্তরা নির্বাচনী কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দিদারুজ্জামান শিমুলের ভাই বদিরুজ্জামান পলাশ বলেন, গভীর রাতে রাজারকাঠী বাজারে আমাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ভোরে এলাকাবাসী আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখি নির্বাচনী ব্যানারসহ কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। আমরা ধারণা করছি আমাদের প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম মিস্টারের সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।
ইউনিয়ন আ.লীগের সভাপতি নারায়ণ চন্দ্র আইচ এ ব্যাপারে বলেন, আমাদের প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। বিষয়টি আমরা পিরোজপুর সদর থানায় জানালে সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসান মামুন/এফএ/আরআইপি