পিরোজপুরে বিএনপি প্রার্থীর চাচাকে কুপিয়ে জখম


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৯ মার্চ ২০১৬

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালামের চাচা আব্দুস সোবাহান শেখকে (৫২) কুপিয়ে জখম আ.লীগ প্রার্থীর কর্মীরা। শনিবার সকালে সাতবেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা ছালাম শেখ অভিযোগ করে বলেন, শনিবার সকালে গণসংযোগের জন্য সাতবেকুটিয়া গ্রামে গেলে প্রতিপক্ষ হানিফ খানের লোকজন তার চাচাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করে। আহত সোবাহান শেখকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসান মামুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।