গাছের ডালে মুণ্ডুহীন ঈগল!
মুণ্ডুহীন ঈগল দেখেছেন কখনো? না দেখে থাকলে এখন দেখে নিন। একটা মাছ ঈগলের মুণ্ডু নেই। মুণ্ডু ছাড়াই সে দিব্যি বেঁচে আছে। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই।
একটু খোলাসা করেই বলি। শুনুন তবে। একটা মাছ ঈগল গাছের ডালে বসে ছিল। হঠাৎ করেই সে মাথাটা একেবারে পেছন দিকে ঘুরিয়ে তার সঙ্গীকে ডাকছিল। কিন্তু সামনে থেকে দেখে মনে হচ্ছিল ঈগলটার মাথা নেই। আসলে মাছ ঈগলরা তাদের মাথা পেছন দিকে ১৮০ ডিগ্রি অ্যাংগেল পর্যন্ত ঘোরাতে পারে। এতে করে কোনো ঈগল পেছন দিকে তার মাথা পুরোপুরি ঘোরালে তাকে সামনে থেকে মুণ্ডুহীনই মনে হবে।
এই ঘটনাটা খুব অল্প সময়ের মধ্যেই ঘটেছিল। কিন্তু সেই সময়টাকেই কাজে লাগিয়েছেন ৫৫ বছর বয়সী ফটোগ্রাফার মার্ক ড্রিসডেল। ঈগল তার মাথাটা পেছনের ঘুরানোর সঙ্গে সঙ্গেই মার্ক তো ক্যামেরাবন্দী করে ফেলেন। ফলে মার্কের ক্যামেরাই ধরা পড়ে মুণ্ডুহীন ঈগলের ছবি। আর এতেই ওই ঈগল এখন খবরের শিরোনাম হয়ে গেছে। আর হবেই বা না কেন? মুণ্ডুহীন ঈগলতো সে একাই!
টিটিএন/আরআইপি