কাজাখস্তানে পার্লামেন্ট নির্বাচনে ভোট শুরু
কাজাখস্তানে পার্লামেন্ট নির্বাচনের রোববার ভোট শুরু হয়েছে। প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের ক্ষমতাসীন নূর ওতান পার্টির ক্ষমতা পাকাপোক্ত করতে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন আদায়ে দেশটিতে আগাম এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রায় এক কোটি ভোটার নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের আগ থেকেই দেশ শাসন করছেন নাজারবায়েভ।
পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়েছে কমিউনিস্ট পিপলস পার্টি, একে ঝল ও নেশনওয়াইড সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনে ভোট দিতে আসা এক ভোটার বলেন, আমি আসলে দলগুলোর মধ্যে কোন পার্থক্য দেখিনা। সবগুলোর একই অবস্থা।
এছাড়া আরো এক ভোটার বলেন, আমি ভোট দেব না। ভোট দিয়ে আর কি হবে। এসব পার্লামেন্ট সদস্যদের নিয়ে আমি খুবই হতাশ। আমি মনে করি তারা আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবেন না।
টিটিএন/আরআইপি