হাতকড়া নিয়ে চিকিৎসাধীন আসামির পলায়ন


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২০ মার্চ ২০১৬

যশোরে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে হাতকড়া নিয়ে এক আসামি পালিয়েছে। পলাতক আসামি মাসুম (২৮) পটুয়াখালী সদরের পুকুরযানা গ্রামের হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় তিনজনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোকাদ্দেস হোসেন জানান, শনিবার দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় চুরির অভিযোগে স্থানীয়রা মাসুমকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিকেল সোয়া ৩টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে মাসুম তার হাতকড়ার দড়ি কৌশলে কেটে সেখান থেকে পালিয়ে যায়।

হাসপাতালের ৩নং ওয়ার্ডের ইনচার্জ রহিমা খাতুন জানান, রাতে দায়িত্ব পালন করেন নার্স হাসিনা আক্তার। তিনি ডিউটি করতে এসে মাসুমকে না পেয়ে অন্যদের বিষয়টি জানান।

রাতে মাসুমের পাহারার দায়িত্বে ছিলেন, নায়েক মো. জারফিন আলী, কনস্টেবল আব্দুল্লা আল মামুন ও রিপন সরকার।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মাসুমকে ধরতে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।