রিয়াদে নিহত মামুনের বাড়িতে চলছে মাতম


প্রকাশিত: ০২:৩৫ এএম, ২১ মার্চ ২০১৬

সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের মামুন মিয়ার (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। তার স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠছে গ্রামের পরিবেশ।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পৌর এলাকার গুরুহিত গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মামুন মিয়া সৌদি আরবের ইয়ামামা বলদিয়া কোম্পানিতে যোগদান করে। গত ১৯ মার্চ প্রথম দিনের মতো কাজে যোগ দেন তিনি। কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মামুন। দুর্ঘটনার সংবাদ পেয়ে মামুনের বড় ভাই সৌদি প্রবাসী কামাল মিয়া মামুনের মৃত্যুর সংবাদটি মুঠোফোনের মাধ্যমে গ্রামের বাড়িতে জানান। মামুনের মৃত্যুর খবরে গুরুহিত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মামুনের মা রাজিয়া খাতুন ও স্ত্রী পারভীন আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, পরিবারের সুখের আশায় জায়গা জমি বিক্রি করে বিদেশ পাড়ি জমিয়ে ১০ দিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় মারা যান মামুন। তার মৃত্যুর কারণে তাদের পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে। তারা নিহত মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।