সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পুতিনকে গ্রেফতার করা হবে না, আশ্বাস ব্রাজিলের প্রেসিডেন্টের

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবছর ব্রিকস সম্মেলনেও সরাসরি উপস্থিত থাকেননি তিনি। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।

মরক্কোর পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোয়ানের

ভূমিকম্পে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটিতে আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বহু। চলছে উদ্ধার আভিযান। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

‘ধ্বংসস্তূপ সরিয়ে আমাকে বাঁচায় প্রতিবেশীরা’

মরক্কোর মারাকেশে যখন ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তখন নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন সাইদা বোদচিচ। ভূমিকম্প টের পেলেও ঘর থেকে বের হয়ে যাওয়ার যথেষ্ট সময় পাননি তিনি। তাই আটকা পড়েন ধ্বংসস্তূপের মধ্যে। এরপর প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে বের করেন। ফলে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

পরবর্তী জি২০ সম্মেলন কোথায়?

দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এই সংস্থার পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে।

মরক্কোয় ভূমিকম্প, ঘরে ফিরতে ভয় পাচ্ছে বাসিন্দারা

মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ এলাকা। চলছে উদ্ধার অভিযান। তবে আফটারশকের কারণে সেখানের মানুষের আতঙ্ক কমছে না। এমন পরিস্থিতিতে ঘরে ফিরতে ভয় পাচ্ছে তারা।

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। কারণ কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। অর্থাৎ ৫০ শতাংশ ভোট কেউ পায়নি।

রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান গেলো মিয়ানমারে

মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রোববার (১০ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ম্যাক্রোঁর ঢাকা সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় আসছেন রোববার (১০ সেপ্টেম্বর)। তার এ সফরের সময় দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ম্যাক্রোঁর সফরকালে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইটের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এর বাইরে অস্ত্র, উড়োজাহাজ কেনা এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ালো

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহত দুই হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত দুই হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।